নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রোববার রাত সাড়ে ১১টায় কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, ‘রোববার রাতে বরকত উল্লাহ বুলু ভাই নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত ৮ টার দিকে ওনাকে নগরীর মুন হসপিটালে নেওয়া হয়।’
টিপু মোল্লা বলেন, ‘দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। তাই ওনাকে কুমিল্লা নগরীর মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে আছি। এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো। রাতের মধ্যেই হয়তো ওনাকে ঢাকায় নেয়া হতে পারে।’
এদিকে বরকত উল্লাহ বুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কাউসার সহ দলের দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
Last Updated on April 7, 2025 12:16 am by প্রতি সময়