কুমিল্লা শহরতলীর ডুমুরিয়া চাঁনপুরে দেশীয় অস্ত্র, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হোসেন শান্ত (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (১০ এপ্রিল) কুমিল্লার সদরের ডুমুরিয়া চাঁনপুর এলাকায় গরুর খামারের গোয়াল ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র, ২০ বোতল ফেন্সিডিল ও ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন হোসেন শান্ত (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতার হওয়া আল আমিন হোসেন শান্ত কুমিল্লার সদরের ডুমুরিয়া চাঁনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে আসামী মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র ব্যবসা করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে ২টি পৃথক মামলা রয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম