অর্থ আত্মসাৎ মামলায় জামিন নেওয়ার জন্য আদালতে হাজিরা দিতে এসে ক্ষুব্ধ আইনজীবীদের কিল ঘুষির শিকার হলেন কুমিল্লা বারের সাবেক সেক্রেটারি এডভোকেট মো. আবু তাহের। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক। কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য। লাকসাম উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সোমবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের ২য় তলায় কুমিল্লা আইনজিবী সমিতির অর্থ আত্মসাতের একটি মামলায় হাজিরা দিতে এসে হামলার শিকার হন। এ ঘটনার পর তার জামিন নামঞ্জুর করে আদালতের বিচারক মো. মাহাবুবুর রহমান জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, প্রায় সোয়া ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কুমিল্লার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবু তাহের ও হিসাব রক্ষক কাজী সুমনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ভূইয়া। এই মামলায় আবু তাহের হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় জেলা ও দায়রাজজ আদালতে আজ সোমবার আত্মসমর্পণ করতে আসেন। দুপুরে সরাসরি তিনি এজলাসের দিকে যাচ্ছিলেন। মাক্স পরে এজলাসে যাওয়ার পথে আইনজীবীরা তাকে দেখে ধাওয়া দেয়। এসময় তিনি দৌড়ে এজলাসে প্রবেশের আগেই আইনজীবীরা তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি মারেন। একপর্যায়ে তিনি এজলাসে ঢুকে পড়েন।
পরে আইনজীবীরা এজলাসের বাইরে অবস্থান করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে সিডব্লিউ মূলে এডভোকেট আবু তাহেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেল হাজতে প্রেরণের সময় ক্ষুদ্ধ আইনজীবীরা আদালত প্রাঙ্গনে আবারও জড়ো হতে থাকেন। বেলা পৌনে ৩টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে প্রিজন ভ্যানে তুলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম