শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের ৫০ বছর উদযাপন ছাত্র জনতার বিপ্লবে খুনি শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ : হাবীব উন নবী সোহেল কুমিল্লায় গার্লস স্কুলের ভর্তির লটারিতে বয়েজ! মুরাদনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে : ডা. শফিকুর রহমান তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ : মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম চরমোনাইয়ের উদ্বেগ প্রকাশ লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লার মুরাদনগরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ কুমিল্লায় বিজয় দিবসের র‍্যালিতে মানুষের ঢল ফ্যাসিবাদীদের জুলুম নির্যাতনে মানুষ বিজয়ের স্বাদ ভুলে গিয়েছিল : বিএনপি নেতা হাজী ইয়াছিন  চৌদ্দগ্রামে গাছের সঙ্গে ধাক্কায় যাত্রীবাহী বাসের তিনজন নিহত কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎপিষ্টে শিশুর মৃত্যু কুমিল্লার মাঠে আবাহনীকে হারালো মোহামেডান ব্রাহ্মণপাড়ায় ১২ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ দেশবাসী এখন প্রতিটি সেক্টরে আমুল পরিবর্তন চায় : কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন সাংবাদিকদের ঐক্যের পথে ফ্যাসিবাদিরা বাধা হয়ে দাঁড়াত : সাংবাদিক কল্যাণ পরিষদের অনুষ্ঠানে বক্তারা ব্রাহ্মণপাড়ায় ফসলি জমির বুকে ভেকু স্কাউটিং একটি সম্পূরক শিক্ষা ব্যবস্থা : রোভার সহচর দীক্ষা অনুষ্ঠানে বক্তারা

আনন্দমুখর পরিবেশে কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও নেতৃত্বের পালাবদল

সাদিক মামুন
  • আপডেট টাইম রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৮ দেখা হয়েছে

পালাবদল অনুষ্ঠানের মধ্যদিয়ে কুমিল্লা সাংস্কৃতিক জোটের নতুন নেতৃত্বের আত্মপ্রকাশ ঘটলো। প্রতিবছর নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে জোটের এ পালাবদল অনুষ্ঠিত হয়ে থাকে। যা ধারাবাহিক নেতৃত্বের বহিঃপ্রকাশ।

 

শনিবার (১৮ মে) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকায় অবস্থিত গ্র্যান্ড দেশ প্রিয় কনভেনশন সেন্টারে কুমিল্লা সংস্কৃতিক জোটের প্রতিনিধি সভা ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল অনুষ্ঠিত হয়।

 

পালাবদল পর্ষদ ১৪৩১ এর আহ্বায়ক এডভোকেট শহীদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সৃজনশীল উদ্যোক্তা ও সমাজ সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবদুল হক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন এবং বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম।

 

অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল, নাট্যজন হাসিম আপ্পু, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, অভিজিত সিন্‌হা মিঠু, খন্দকার হুমায়ুন কবির ও রাশেদা আক্তার।

 

আরও বক্তব্য রাখেন সনাক কুমিল্লা জেলা কমিটির সভাপতি বদরুল হুদা জেনু, কুমিল্লা কলেজ থিয়েটারের অধ্যাপক আনোয়ারুল হক, নূর জুয়েলার্স বিডির স্বত্বাধিকারী সংস্কৃতিজন আরিফ জামান, কুমিল্লা সাংস্কৃতিক উৎসবের উদ্যোক্তা মনজুরুল আজিম পলাশ, অধ্যক্ষ জাকের হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তপন সেনগুপ্ত, এডভোকেট সাইফুল ইসলাম, কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়।

 

জোটের সফলতা কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আজিম শিমুল, সাদিক মামুন, মাসুদ মজুমদার প্রমুখ।

 

জোটের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান মামুনের সঞ্চালনায় প্রতিনিধি সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন- বেলায়েত হোসেন কনক, আব্দুস সাত্তার, এডভোকেট দিলীপ চন্দ, এডভোকেট নাজনীন আক্তার কাজল, সালাউদ্দিন লাভলু।

 

বক্তারা বলেন, সামাজিক অবক্ষয়সহ যে কোনো বিপর্যয় মোকাবেলায় সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সাংস্কৃতিক জাগরণ গড়ে তুলতে সংস্কৃতিজন সহ সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুমিল্লা সাংস্কৃতিক জোট কুমিল্লা নামটি ধারণ করে জোটবদ্ধ সকল সংগঠন নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় কুমিল্লার সংস্কৃতি অঙ্গনের উর্বর ভূমিকে সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের বিদায়ী সাধারণ সম্পাদক শাহাদাত সরকার। বিদায়ী কামিটির সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো বজলুর রহমান বাবুলের বাউল সংগীত ও আব্দুল কাইয়ুমের কবিতা আবৃত্তি।

 

পরে প্রতিনিধি সভার সিদ্ধান্তের আলোকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত আজাদ কে সভাপতি, খেলাঘর সংগঠক খোকন চন্দ কে সাধারণ সম্পাদক এবং নাট্যকর্মী আশিকুর রহমান শিশির কে সাংগঠনিক সম্পাদক করে ১৪৩১ বঙ্গাদের ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

Last Updated on May 19, 2024 9:37 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102