স্বচ্ছ ব্যালটে আর ভোটের আয়োজন হচ্ছে না। কারণ যে তিনটি পদে নির্বাচন হওয়ার কথা ছিল, ওই তিন পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ায় এবং তা যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ায় ঘোষিত তফসিলের ভোট গ্রহণের তারিখেই একক প্রার্থী হিসেবে ওই তিনজনকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে বিজয়ী ঘোষণা করা হবে।
বলছি কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনের কথা। আগামী ২৫ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে নেতা নির্বাচনের জন্য কাউন্সিলে স্বচ্ছ ব্যালটে ভোটের উদ্যোগ নেওয়া হয়। ভোট গ্রহণের সকল প্রস্তুতিও সম্পন্ন করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। তবে এদিন তিন পদের প্রত্যেকটিতেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন।তারা হলেন- সভাপদি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনার এডভোকেট আলী আক্কাস বলেন, তিনটি পদেই একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার যাচাই-বাছাইয়ে তিনটি পদেই মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদেরকে ২৫ ফেব্রুয়ারি বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।
তিনি বলেন, ব্যালটে ভোটগ্রহণের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তবে যেহেতু কোনো পদেই একাধিক প্রার্থী নেই, তাই আর ভোটগ্রহণের প্রয়োজন পড়ছে না।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম