বন্ধুকে খুন করে মামলার সাক্ষী হওয়ার পর কৌশলে আমেরিকা পাড়ি দেয় দেশটির প্রবাসী বাংলাদেশী কুমিল্লার দেবিদ্বারের ফতেহাবাদ ইউনিয়নের নুরপুর গ্রামের আজমুল ফুয়াদ সাজিব।
এ ঘটনার রহস্য উন্মোচন করে কুমিল্লা ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তদন্তে বেরিয়ে আসে হত্যাকাণ্ডে আমেরিকা প্রবাসী সাজিবের সম্পৃক্ততার প্রমাণ।
সিআইডির পরির্দশক নুরুল আমিন জানান, দুই বছর আগে ঈদুল আযহার আগের দিন কুমিল্লা দেবিদ্বারের নুরপুর গ্রামে একটি তুচ্ছ ঘটনা নিয়ে ওই গ্রামের আমেরিকা প্রবাসী যুবক সাজিবের ছুরিকাঘাতে তার বন্ধু শান্ত খুন হয়।
আলোচিত হত্যাকাণ্ডটি নিয়ে সিআইডি নিবিড়ভাবে অনুসন্ধান করে। প্রতিটি আলামত ও সাক্ষীর বক্তব্য সুক্ষ বিচার বিশ্লেষণ করে বেরিয়ে আসে প্রকৃত হত্যাকারীর পরিচয়। মামলার চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এতে করে সাজিব কর্তৃক শান্তকে হত্যার বিষয়টি আরো পরিষ্কার হয়ে উঠে।
সিআইডি সুত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২০২২ সালের ৯ জুলাই আমেরিকা প্রবাসী সাজিব ও একই এলাকার আল আমিনের মাঝে তর্কাতর্কি হয়। তাদের হট্টগোল শুনে সেখানে আরো উৎসুক জনতার ভীড় হয়। এক পর্যায়ে সাজিব তার পকেটে থাকা চাকু (সুইস গিয়ার) দিয়ে এলোপাতারী আঘাত করতে থাকে। এতে চারজন গুরুতর আহত হয়। এসময় ওই গ্রামের যুবক শান্ত তার বন্ধু সাজিবকে থামাতে পেছন থেকে জড়িয়ে ধরলে সাজিব শান্তর তলপেটে চাকু দিয়ে আঘাত করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে শান্ত। এসময় সাজিব মোটর সাইকেলে পালিয়ে গেলে শান্তকে স্থানীয়রা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করে। এঘটনার পর সাজিব আমেরিকা চলে যায়।
Last Updated on July 3, 2024 9:03 pm by প্রতি সময়