বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন, কুমিল্লা মহানগর শাখার সভাপতি ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের জানাজা শুক্রবার (১৪ মার্চ) সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাত ১১ টায় রাজাপুরের দরবার শরীফের পীর আলহাজ্ব নাদিমুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্সিপাল আব্দুল মতিন ঢাকা আনোয়ার খান মর্ডান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭:৪৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি কুমিল্লা শহরতলীর চানপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি এক ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মুফতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন এবং সংগঠনের মহাসচিব প্রিন্সিপাল সাব্বির আহমদ মোমতাজী সহ কুমিল্লা জেলা ও মহানগর জমিয়ত নেতৃবৃন্দ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম