ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে ইতালির তরিনোতে কুমিল্লা সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
গত রোববার (৯ এপ্রিল) স্থানীয় ২টি মসজিদে প্রায় ৬ শতাধিক রোজাদারের অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদের ইমাম মাওলানা মারুফ ও হাফেজ মোঃ শাহজালাল খা ইফতারের আগে আগত রোজাদারদের উদ্দেশ্যে বয়ান করেন। পরে দোয়া পরিচালনা করেন।
সংগঠনের সভাপতি লুৎফর সরকারের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা খোকন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর সরকার, সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান শরীফ, যুগ্ন সাধারণ সম্পাদক মিয়া মোঃ জামানসহ অন্যান্য সদস্যরা।
এসময় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন তরিনো আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, বাংলাদেশ সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ বি এম আসাদুল্লাহ, রশিদ পেদা, মনির হোসেন, আনোয়ার ঢালী, উজ্জল মাতব্বরসহ স্থানীয় প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য দেশের রোজাদারগন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম