ফিলিস্তিনে ইসরায়েল বাহিনীর বর্বর ও অমানবিক হামলার প্রতিবাদে কুমিল্লার মুরাদনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর সংগঠনটির মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রিয় বড় মাদরাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির সহকারি প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি মনসুর কবির প্রমুখ।
বক্তারা বলেন, ইহুদিবাদী ইজরায়েলিরা পবিত্র রমজানে সাহরির সময় গাজায় নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের ওপর বোমা হামলা করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই গণহত্যা সমগ্র বিশ্বের মুসলামানদের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। এখন মুসলমানদের ঐক্যের সময় এসেছে। বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদের (রা.) মতো গর্জে উঠতে হবে।
সমাবেশে হেফাজত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলর যুগ্ম সাধারন সম্পাদক মুফতি সাদিকুল ইসলাম, মুরাদনগর উপজেলা সদরের সভাপতি মুফতি আমীর হুসাইন, মুফতি আবু মুসা, হাফেজ আবুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা মাহমুদুল্লাহ, আব্দুর রহমান আল মোজাফফর, মাওলানা দিদার এলাহী প্রমুখ।
Last Updated on March 21, 2025 7:49 pm by প্রতি সময়