ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ এবং মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসনে দৃশ্যমান ভূমিকা রাখার লক্ষ্যে রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি আনসার স্বেচ্ছাসেবকসহ ২৩৮ জনকে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কুমিল্লার জমজম টাওয়ারে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ঈদকে সামনে রেখে যানবাহন চলাচলে যাত্রী সেবা নিশ্চিত ও সড়ক শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) মো. খাইরুল আলম।
এ সময় তিনি বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের অপূরণীয় ক্ষতি হয়, এটা ভুক্তভোগী পরিবার জীবনভর বয়ে বেড়ায়। আর দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তি একটি পরিবারের বোঝা হয়ে দাঁড়ায়। আমরা কোনভাবেই কামনা করি না, সড়ক দুর্ঘটনায় কোন পরিবারের এই করুণ অবস্থা হোক। দুর্ঘটনা রোধে চালকদের সর্বাগ্রে সচেতন হতে হবে।
হাইওয়ে পুলিশ সুপার আরো বলেন, সামনে ঈদ, এরই মধ্যে বিদেশ থেকেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকেই দেশে আসতে শুরু করেছেন। বিমানবন্দর থেকে এই মহাসড়ক হয়েই তারা বাড়ি ফিরছেন। তারা সহ সামনে ঈদের ছুটিতে পরিবহন যাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে হাইওয়ে পুলিশ কাজ করছে। এই সময়ে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে যাত্রী ও গাড়ির চাপ বেশি থাকায় নানা রকম বিড়ম্বনা দেখা দেয়। এবারে আমরা এই ঈদে ঘরমুখো কোন মানুষ যাতে যানজটে পড়ে, অথবা সড়কে অন্য কোন বিড়ম্বনার শিকার না হয় এই বিষয়টিকে সামনে রেখে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০জন রোভার স্কাউট, ৩৪জন রেড ক্রিসেন্ট সদস্য, ৪জন বিএনসিসি সদস্য, ৪০জন আনসার এবং ৮০জন স্বেচ্ছাসেবকসহ ২৩৮ জনকে প্রশিক্ষণ দিয়ে আমাদের সঙ্গে যুক্ত করেছি।
তিনি বলেন, আমরা আশাবাদী, হাইওয়ে পুলিশের এই বহুমুখী উদ্যোগ মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সকল যাত্রী সাধারণকে ঈদে স্বস্তিদায়কভাবে ঘরে ফিরতে সহায়তা করবে।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পক্ষ থেকে নির্দিষ্ট পোশাক ও অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়।
Last Updated on March 23, 2025 11:45 pm by প্রতি সময়