রাজাপুরা দরবার শরীফের পীর ছাহেব আল্লামা মোহাম্মদ নাদিমুর রশিদ আল-ক্বাদেরী বলেছেন, রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। রোজার মাঝে রয়েছে আল্লাহর প্রতি সুদৃঢ় ঈমান রাখার সবিশেষ প্রশিক্ষণ।
তিনি আরও বলেন, ঈমান ও আক্বিদা পরিশুদ্ধ না হলে কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমান সময়ে ঈমান ও আক্বিদা সঠিক রাখা, আর তা হাতের মধ্যে জলন্ত আগুনের কয়লা রাখার চেয়েও কঠিন। কোরআন-সুন্নাহর আমলই একমাত্র নেক আমল।
রোববার কুমিল্লার চান্দিনা পৌরসভা সংলগ্ন হারং উচ্চ বিদ্যালয় মাঠে হোসাইনীয়া কমিটি বাংলাদেশ, চান্দিনার ব্যবস্থাপনায় ফাতেহা-ই রাজাপুরী রহ. এবং ফাতেহা-ই আব্দুর রব আল ক্বাদেরী রহ. স্মরণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি।
মাওলানা সালাহ উদ্দিন আল-ক্বাদেরীর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ শামসুল হক, হাফেজ মাওলানা মোহাম্মদ বজলুল হক আল-আযহারী, মাওলানা হাসানাত উল্লাহ ফারুকী, সুফি কলিম শাহ ফকির, আলহাজ্ব মো. আব্দুল কাদের সরকার, আলহাজ্ব ডা. মোহাম্মদ আব্দুল বারী সরকার, মো. মনিরুল ইসলাম মাস্টার, মো. আনোয়ার হোসেন সহ আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম