দেশ জুড়ে চলছে প্রচন্ড তাপদাহ। অপরদিকে বিদ্যুতের লোডশেডিংয়ে গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। দিনে রাতে একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটে কমবেশি সব পরিবারেই রিচার্জেবল ফ্যান, লাইটের ব্যবহার বেড়েছে। এমন পরিস্থিতিতে চাহিদা বাড়ায় দোকানিরা দ্বিগুণ দামে বিক্রি করছে রিচার্জেবল পণ্য।
আর এমন খবর জানতে পেরে কুমিল্লা নগরীর স্টেডিয়াম মার্কেট ও কান্দিরপাড় এলাকার চার্জার ফ্যান ও রিচার্জেবল পণ্য বিক্রির দোকানে অভিযানে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার টিম।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রিচার্জেবল পণ্যের চার দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার আভিযানিক টিম।
অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম। গণমাধ্যমে তিনি জানান, প্রচন্ড গরম ও বিদ্যুতের লোডশেডিংয়ের এই সুযোগে ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে রিচার্জেবল ফ্যান ও বাতির দাম অতিরিক্ত নিচ্ছে, এমন খবরে নগরীর চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জরিমানা করা প্রতিষ্ঠানসহ নগরীতে আরো যেসব প্রতিষ্ঠান এ ধরনের পণ্য বিক্রি করছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে পণ্যের ক্রয় ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে ক্রয় রশিদ যাতে প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম