প্রকৃতির জগতে হারিয়ে যাওয়ার মতো তিন দিনব্যাপী এমনই এক একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো কুমিল্লার ঐতিহাসিক ধর্মসাগর পাড়ের পশ্চিমে আকন ভ্যালিতে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) চিত্র প্রদর্শনীর সমাপনী রাতে ছিল দর্শনার্থীদের ভিড়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রশিল্পী এম আর আকনের পঞ্চম একক প্রদর্শনী ২১ ফেব্রুয়ারি উদ্বোধন হয়। উদ্বোধন করেন চিত্রশিল্পী আকনের পিতা আলহাজ্ব আব্দুল জলিল আকন ও মাতা মোসা. সাফিয়া খাতুন।
প্রদর্শনীতে ‘জলের ছোয়া’ শিরোনামে কাগজের জলরঙে আঁকা ৫৮টি চিত্রে রঙের আঁচড়ে উদ্ভাসিত হয়েছে দেশের কথা, প্রকৃতির কথা, নদী, ফুল, পাখি আরো কতো কী। অধিকাংশ চিত্রকর্মে মিলেমিশে একাকার হয়েছে গ্রাম বাংলার জীবন ও প্রকৃতি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে ড্রইং ও পেইন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রীধারী চিত্রশিল্পী এম আর আকন বলেন, চিত্রকলা চিন্তা চেতনা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রকৃতি ও বাস্তবতার বার্তা পৌঁছে দেওয়ার প্রয়াস থাকে শিল্পকর্মে। চিত্র প্রদর্শনের মাধ্যমে শিশুদের আত্মিক সত্তা জাগ্রত হয়। এই প্রদর্শনীর মাধ্যমে তাদের মনোজাগতিক বিষয় প্রাণবন্ত হয়ে উঠবে।
প্রদর্শনী দেখতে আসা অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা শামীমা আক্তার বলেন, ‘ছবিগুলো দেখে মনে হচ্ছে, মানসপটে উঁকি দেয় ফেলে আসা জীবনের স্মৃতি। হৃদয়কে পৌঁছে দেয় আপন শিকড়ের কাছে।’
শিক্ষার্থী অন্নপূর্ণা মল্লিক বলেন, ‘জীবনবোধের গল্পটাও প্রকৃতির ক্যানভাসে রঙ তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা যায়। প্রদর্শনীতে স্থান পাওয়া ছবিগুলো এমনটিই জানান দিচ্ছে।’
সাংবাদিক মাহবুব আলম বাবু বলেন, “চিত্রশিল্পী আকনের জলরঙে আঁকা প্রতিটি ছবিতে আবহমান বাংলার শৈল্পিক রূপ তুলে ধরা হয়েছে।’
চিত্রশিল্পী এ আর আকনের চিত্র প্রদর্শনী দেখে দর্শনার্থীরা মুগ্ধ। তাদের মতে, প্রদর্শনীর প্রতিটি শিল্পকর্ম যেন একেকটা গল্প। এ প্রজন্ম এসব জলরঙের ছবিতে খুঁজে পাবে ঐতিহাসিক পথের সন্ধানের মধ্য দিয়ে নিজস্ব অস্তিত্ব।
Last Updated on February 23, 2025 10:35 pm by প্রতি সময়