শনিবার, ০৮ মার্চ ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায়  দি স্কলার ফাউন্ডেশন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মহাসড়কে ডাকাতি : মালয়েশিয়া প্রবাসী ফেনীর দাগনভূঞার বেলালের ৬ লাখ টাকার মালামাল লুট আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস মাহে রমজান ডা. তৃপ্তীশ ঘোষ ও মল্লিকা বিশ্বাসের তিন ভাষায় প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন তিনটি জাতীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে আইনজীবীর লিগ্যাল নোটিশ ইনশাআল্লাহ বাংলাদেশ এই অঞ্চলের অনেক বেশি শক্তিশালী রাস্ট্র হবে : ইনকিলাব সম্পাদক দেশজুড়ে ধর্ষণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজপথে ছাত্রীরা  হোমনায় কাশীপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের সুবর্ন জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত ‘নাবালক’ উপদেষ্টারা কথাবার্তায় শালীনতা বজায় রাখুন : বরকত উল্লাহ বুলু আমরা এ দেশে অস্থিরতা আর দেখতে চাই না : কুমিল্লায় মহানগর বিএনপির সম্মেলনে তারেক রহমান জাতীয় কমডেকায় একাধিক চ্যালেঞ্জে সাফল্য পেল কুমিল্লা পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সামগ্রিকভাবে : কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

ওয়াদা রক্ষা করা ঈমানের অবিচ্ছেদ্য অংশ

গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, ধর্মীয় লেখক
  • আপডেট টাইম শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ দেখা হয়েছে

মানুষ সামাজিক জীব। সমাজের সব মানুষের সঙ্গে সম্পর্ক রেখেই আমাদের চলাফেরা করতে হয়। মোটকথা আমরা সমাজবদ্ধভাবে বাস করি। তাই বিভিন্ন সময় বিভিন্ন কারণে মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে ওয়াদা করে। যখন কোনো ওয়াদা করা হয়, তখন তা মুমিন ব্যক্তির জন্য পালন করা আবশ্যক হয়ে যায়। কারণ মুমিনের জীবনে ওয়াদা পালন করার গুরুত্ব অপরিসীম। আর যারা ওয়াদা পালন করে না, তারা সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হয়।

 

আমাদের মনে রাখতে হবে, কারো সঙ্গে কোনো বিষয় ওয়াদাবদ্ধ হলে তা পালনে হেলাফেলা করা ঈমানদারের পরিচয় নয়। ওয়াদা রক্ষা করা ঈমানের অবিচ্ছেদ্য একটি অংশ।

 

 

বৈধভাবে যার সাথেই ওয়াদা করা হোক না কেন তা রক্ষা করা আবশ্যক। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের যাপিত জীবনে সর্বোচ্চ পর্যায় থেকে পারিবারিক জীবনেও ওয়াদা রক্ষার্থে আমরা বে-খবর।

 

 

এজন্যই ওয়াদাকারীদের হুঁশিয়ারি করে আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা ওয়াদা পালন করো। নিশ্চয়ই ওয়াদা সম্পর্কে (তোমাদের) জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত-৩৪)।

 

অন্য আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেন, ‘হে ইমানদারগণ,তোমরা কেন এমন কথা বলো! যা কাজে পরিণত করো না, এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য ও ঘৃণিত কাজ যে তোমরা বলবে এমন কথা যা করবে না।’ (সুরা সফ, আয়াত-২,৩)।

 

 

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা আরো বলেছেন, ‘তোমরা যদি কোনো সমপ্রদায়ের পক্ষ থেকে (চুক্তি ভঙ্গজনিত) বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, তাহলে তোমার চুক্তিও তুমি যথাযথ (ঘোষণা দিয়ে) বাতিল করবে। নিশ্চয়ই আল্লাহ চুক্তি ভঙ্গকারীদের পছন্দ করেন না।’ (সুরা আনফাল, আয়াত-৫৮)।

 

 

ওয়াদা পালনে রয়েছে প্রভুর সন্তুষ্টি। যে সন্তুষ্টি মানবজীবনে এনে দেয় সুখ-শান্তি। ওয়াদা পালনকারীর প্রতি ঝরতে থাকে প্রভুর অফুরন্ত রহমতের বারিধারা। ওয়াদা পালন করা মুমিনের নিদর্শন। যে পালন করে না সে মুনাফিক।

 

 

আর মুনাফিকের আলামত বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘মুনাফিকের আলামত তিনটি।
এক. যখন কথা বলে মিথ্যা বলে। দুই. যখন ওয়াদা করে, তা ভঙ্গ করে। তিন. তার কাছে যখন আমানত রাখা হয় সে তার খিয়ানত করে।’ (সহিহ বুখারি)।

 

 

অন্য আরেক হাদিসে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিমের সম্পদ আত্মসাৎ করার জন্য অথবা তার ভাইয়ের সম্পদ আত্মসাৎ করার জন্য যে ব্যক্তি মিথ্যা কসম করবে, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ এমন অবস্থায় ঘটবে যে, আল্লাহ তার ওপর রাগান্বিত থাকবেন।

 

 

এ কথার সত্যতার জন্য আল্লাহ তায়ালা অবতীর্ণ করেন, ‘যারা ওয়াদা ও কসম সামান্য মূল্যে বিক্রি করে দেয়, পরকালে তাদের জন্য কোনো অংশই থাকবে না, সেদিন এদের সঙ্গে আল্লাহ তায়ালা কোনো কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং আল্লাহ তাদের পবিত্রও করবেন না, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি।’ (সুরা আলে ইমরান, আয়াত-৭৭, সহিহ বুখারি, হাদিস নং-৬৬৫৯)।

 

 

কেয়ামতের দিন যদি আল্লাহ তায়ালা কারো ওপর নাখোশ হয়ে যান, তাকে সাহায্য করার মতো কেউ থাকবে না। ওই ব্যক্তিকে নিশ্চিত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তায়ালা ওয়াদা ও প্রতিশ্রুতি ভঙ্গের মতো মন্দ কাজ থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।

লেখক : চেয়ারম্যান, গাউছিয়া ইসলামিক মিশন কুমিল্লা।

Last Updated on October 6, 2023 2:25 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102