জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠপুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে কাজী অনির্বাণ মারা গেছেন। কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কাজী নজরুল ইসলামের সন্তানদের পরিবারের যারা পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন, কাজী অনির্বাণ ছিলেন তারই অন্যতম সদস্য।
গণমাধ্যমে অনির্বাণের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা সুপরিচিত শিল্পী খিলখিল কাজী।
তিনি বলেন, অনির্বাণ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা দোয়া করবেন, কলকাতায় সমাহিত করা হবে কাজী অনির্বাণের মরদেহ। ভাইকে শেষবার দেখতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট। নজরুল জীবিত থাকা অবস্থায়ই মারা যান তিনি।
মৃত্যুকালে তিনি রেখে যান বড় ছেলে কাজী অনির্বাণ, ছোট ছেলে কাজী অরিন্দম সুবর্ণ ও মেয়ে কাজী অনিন্দিতাকে। বৃহস্পতিবার এই পরিবারের বড় ছেলে কাজী অনির্বাণ পাড়ি জমালেন না ফেরার দেশে।
Last Updated on October 3, 2024 8:55 pm by প্রতি সময়