কুমিল্লার চৌদ্দগ্রামে ৫শ বোতল ফেনসিডিলসহ রাশেদ মিয়া নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
শনিবার ( ১ জুলাই) রাতে চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ফেনসিডিল বহনকারী একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
রবিবার (২ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানা উপপরিদর্শক নাজমুল হক জানান, মাদকের একটি বড় চালান আসছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে চৌদ্দগ্রাম পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নিই। এ সময় চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে আসলে পুলিশ সদস্যরা ভ্যানটিকে থামায়।কাভার্ড ভ্যানটি তল্লাশি করে সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার আলমখালি গ্রামের মনির মিয়ার ছেলে রাশেদ মিয়াকে আটক করে তার কাভার্ড ভ্যান থেকে ৫শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, রাশেদ মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম