সহপাঠিদের সঙ্গে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারলো না কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মারুফ হাসান।তবে মারুফ পরীক্ষায় অংশ নিয়েছে, কিন্তু কোন কেন্দ্রের হলরুমে নয়। কারান্তরীণ অবস্থায় সে পরীক্ষা দিয়েছে।
একটি মামলায় আটক থাকায় মারুফ হাসান কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে বিশেষ ব্যবস্থায় বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ১ম পত্রের পরীক্ষায় অংশগ্রহণ করে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই সুযোগ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মারুফ হাসান নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে রয়েছে। নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছেনমারুফ। তার আবেদনের প্রেক্ষিতে ও আদালতের আদেশে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দাউদকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ,কে,এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, শিক্ষার্থী মারুফ হাসানের পরীক্ষার কেন্দ্র ছিল উপজেলার পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। সে কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। ওই শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে রয়েছে। কারাগার থেকেই সে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম