দেশের গ্রামাঞ্চলের অনেক জায়গাই মারপিট, সংঘর্ষে অস্ত্র হিসেবে মাছধরার টেঁটা ব্যবহার হয়ে থাকে। এটির আঘাত অত্যন্ত মারাত্মক। কুমিল্লার মুরাদনগরে পারিবারিক জায়গা সংক্রান্ত বাতবিতন্ডার ঘটনায় ভয়ানক টেঁটা ব্যবহার করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাতে মারপিটের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি তুলে নেটিজনরা।
ঘটনার বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর ইউনিয়েনের হিরারকান্দা গ্রামে জায়গা সংক্রান্ত ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই গ্রামের লিল মিয়ার মেয়ে হোসনা আক্তারকে কথাকাটাকাটির এক পর্যায়ে তার আপন চাচা মজিবুর রহমান ঘর থেকে মাছ ধরার টেঁটা এনে শরীরে মারতে গেলে হোসনার হাতে বিঁধে। এসময় আরও কয়েকজন আহত হয়। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় হোসনা আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে মুাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। রাতেই দুইজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম