বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে পথচারীদের শরবত ও পানি পান করালো কুমিল্লার সংগীতশিল্পী পরিবার কুবিতে তিন কার্যালয়ে তালা, চাবি শিক্ষক সমিতির দায়িত্বে বিনামূল্যে সার বীজ পেলো নাঙ্গলকোটের কৃষকরা চান্দিনায় সড়কের বেহাল দশার সঙ্গে ঝুঁকি বাড়িয়েছে ভাঙ্গা কালভার্ট সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করলেন উপাচার্যপন্থি শিক্ষক বরুড়ার মানুষ পরিবর্তন চায় : চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূইয়া কামাল কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন মাভাবিপ্রবিতে বেড়েছে ৩০ আসন‌

কুমিল্লায় চার মাসে ৩৪ খুন !

নেকবর হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫১ দেখা হয়েছে

কুমিল্লায় গত চার মাসে ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। পর পর খুনের ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। এসব সাধারণ মানুষের মতে, আইনশৃঙ্খলা অবনতির কারণে একের পর এক বড় অপরাধ সংঘটিত হচ্ছে। তবে জেলা পুলিশ সুপার দাবী করেছেন আইন শৃঙ্খলার অবনতি নয়, খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুনের ঘটনাগুলো ঘটেছে।

 

এদিকে এপ্রিল মাসে ১০টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে ২৩টি; এর মধ্যে ১২টি ধর্ষণের ঘটনা। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ২৫৬টি। জেলায় এপ্রিল মাসে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের ঘটনায় মোট মামলা হয়েছে ৫শ’ টি। এপ্রিল মাসে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে ২টি পিস্তল, ২টি পাইপগান, ১১টি কার্তুজ, ১২০ রাউন্ড গুলি, ৮টি দেশীয় অস্ত্র ও ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। কুমিল্লা জেলা আইনশৃঙ্খল কমিটির এপ্রিল মাসের অপরাধ চিত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে। গতকাল রবিবার (১৪ মে) জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা কমিটিতে উপস্থাপিত গুরুতর অপরাধ বিবরনী থেকে আরো জানা গেছে, এপ্রিল মাসে ১০ টি খুন ছাড়াও একটি ডাকাতি, দস্যুতা ২টিসহ ৫০টি অপমৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির বিগত সভার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, গত ৪ মাসে কুমিল্লায় ৩৪টি খুনের ঘটনা ঘটেছে। জানুয়ারি মাসে ১০টি, ফেব্রুয়ারি মাসে ৪টি, মার্চ মাসে ১০টি এবং এপ্রিল মাসে ১০টি। সর্বশেষ গত ৩০ এপ্রিল কুমিল্লার দাউদকান্দিতে তিতাস উপজেলা যুবলীগ নেতা জামাল হোসেনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা সারাদেশে চাঞ্চল্য তৈরী করে। এছাড়া মে মাসেও কুমিল্লায় তুচ্ছ ঘটনার জেরে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। সম্প্রতি, মাত্র ১০০ টাকা ভাগাভাগি নিয়ে কুমিল্লার সদর দক্ষিণে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করে তার বন্ধু এবং প্রেমিকার সাথে দেখা করতে গেলে প্রেমিককে পিটিয়ে হত্যা করে প্রেমিকার বাবা-চাচা, এই দুই ঘটনায় বেশ তোলপাড় তৈরী হয় স্থানীয় ভাবে।

এদিকে পর পর হত্যাকান্ডের বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেছেন, কুমিল্লার মত বড় জেলায় প্রতি মাসে গড়ে ১০টির মত খুনের ঘটনা ঘটে। কিন্তু এসব ঘটনা যে কারনে ঘটছে তা পর্যালোচনা করলে দেখা যাবে- আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারনে এসব ঘটনা ঘটছে না। বরং খুবই তুচ্ছ কারণে এসব ঘটনা ঘটাচ্ছে। পুলিশ চেষ্টা করছে যেকোন অপরাধ সংগঠিত হবার পর দ্রুত সাড়া দিতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে। এসব খুনের ঘটনার পর পরই আমরা প্রতিটি ঘটনায় জড়িতদের অনেককেই দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Last Updated on May 15, 2023 6:50 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102