ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর এলাকায় গত ৫ আগস্ট দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি কামরুল হাসান আশিক কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা শাসনগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আশিক কুমিল্লা সদরের দৈয়ারা শরৎনগর গ্রামের সাদেক আলী ওরফে শের আলীর পুত্র।
ঘটনার দিন আন্দোলনরত ছাত্র-জনতা কে লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতারী গুলি করতে থাকে। এ সময় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার মো: নেছার উদ্দিনের পুত্র মো: ফারুক মারাত্মক আহত হয়। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় বুড়িচং উপজেলার কাবিলা এলাকার শাহদিলের বাগ গ্রামের আ: করিমের পুত্র বিল্লাল হোসেন বাদী হয়ে ৬৯ জনের বিরুদ্ধে মামলা করেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম