বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মাসুমকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে ভিক্টোরিয়া কলেজের পাশে ছাত্র-জনতা তাকে আটক করে গণধোলাই দেয়। পরে খবর দিয়ে এনে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক ছিলেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আটক মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি।
Last Updated on February 7, 2025 7:28 pm by প্রতি সময়