সাংবাদিকদের উপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা ও পেশাগত দায়িত্ব পালনকালে নির্যাতিত পাঁচ সাংবাদিকের প্রতি সহানুভূতি প্রকাশ এবং সম্মাননা দিয়েছে সাংবাদিক কল্যাণ পরিষদ,কুমিল্লা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর মনোহরপুরে হিলটন টাওয়ারে চাটার্ড লাইফ ইন্সুরেন্সের প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মো. লুৎফুর রহমান।
সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে দিবসটির ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন কুমিল্লার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা মীর শাহ আলম, চাটার্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের ষ্টাফ রিপোর্টার সাদিক মামুন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ফিরোজ মিয়া, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক মোতাহের হোসেন মাহাবুব, দৈনিক সমাজকণ্ঠের সম্পাদক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার অর্থ সম্পাদক জুয়েল রানা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল বাশার খান, লেখক ও কলামিষ্ট আবদুল আউয়াল।
দিবসটি উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসাইন।
কুমিল্লায় পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে অনেক সাংবাদিক হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৫ সাংবাদিকদের প্রতি সহানুভূতি প্রকাশ ও তাদেরকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন- দৈনিক কুমিল্লার আলো’র সম্পাদক জসিম উদ্দিন কনক, সময় টিভির প্রতিনিধি বাহার রায়হান, কালের কণ্ঠের প্রতিনিধি আবদুর রহমান, বুড়িচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, ও অনলাইন পোর্টাল জাগো কুমিল্লা’র সম্পাদক অমিত মজুমদার।
Last Updated on November 2, 2023 8:49 pm by প্রতি সময়