শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার চান্দিনায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে মৌলভীকে জরিমানা করায় তুলকালাম কান্ড! শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন হোমনার নজরুল ইসলাম শিব নারায়ণ দাস আর নেই, প্রধানমন্ত্রীর শোক -শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন উদ্বোধনের দুই ঘণ্টা পরই পর্দা নামলো প্রাণিসম্পদ প্রদর্শনীর! চিকিৎসকের পাশাপাশি রোগীর সুরক্ষা নিশ্চিত করাও আমার দায়িত্ব : স্বাস্থ্যমন্ত্রী -কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের দাবি জানালেন এমপি বাহার কুমিল্লা সাংস্কৃতিক জোটের নববর্ষের অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ পরিবেশিত হবে ৪ মে নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড দাউদকান্দিতে সরকারি ন্যায্য মূল্যের ফার্মেসি বন্ধ বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি! সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মুলহোতাসহ ২৪ সদস্য গ্রেফতার

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১১৯ দেখা হয়েছে

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি টিম কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের মূল হোতাসহ ২৪জনকে গ্রেফতার করেছে।

 

সোমবার (৬ মার্চ) সকালে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার একটি টিম ছায়াতদন্ত শুরু এবং দালাল চক্রকে হাতেনাতে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।পরে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার সারাদিন কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চক্রের ২৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

এ সময় দালাল চক্রের কাচ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লীপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র কার্ড, ১টি মোবাইল সেট, ৭টি বিভিন্ন সীল, ১টি প্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- পাসপোর্ট দালাল চক্রের মূলহোতা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন, কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার মোঃ শাহাদাত হোসেন, নোয়াপাড়া গ্রামের মোঃ শরীফ, মোঃ মাসুক, মোঃ লিকন খান, ডালিম সরকার, মোঃ ইরফান, মোঃ শওকত আলী, মোঃ ওজায়ের হোসেন সাকিব, নতুন চৌধুরী পাড়ার মোঃ দেলোয়ার হোসেন রোমান, ছোটরা গ্রামের মোঃ মাজহারুল ইসলাম,কুমিল্লা সদরের মোঃ শাফি, মোঃ তুহিন, কালিকাপুর গ্রামের মোঃ আব্দুল কাইয়ুম, মুড়াপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি।

 

এছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর থানার কুরুইল গ্রামের আব্দুর রহিম, কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মোঃ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, পয়াত গ্রামের আব্দুল হান্নান বাবুল, হাছিবুল হাসান জিমি, শিকারপুর তানজিদ হাসান, কুমিল্লার দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মোঃ ইমরুল হাসান এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার মগধারা গ্রামের মুজিবুর রহমান ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রীজপাড়া গ্রামের মোঃ রুহুল আমিন রুবেল।

 

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Last Updated on March 6, 2023 3:26 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102