বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাড়ছে গোমতী নদীর পানি, বন্যার আশঙ্কা মুরাদনগরে মা ও ছেলে-মেয়ে হত্যা মামলায় আট আসামির রিমান্ড মঞ্জুর মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

কুমিল্লায় মেধা অন্বেষণে ‘ছাত্রী সংঘ’ সিনেমার জন্য ২৫ অভিনয়শিল্পী নির্বাচিত

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৭৩ দেখা হয়েছে

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা দীপংকর দীপন আবারো আলোচনায়। এ বছরের সেপ্টেম্বরেই শুরু হতে যাচ্ছে দীপঙ্কর দীপনের নতুন ছবি ‘ছাত্রী সংঘ’র শুটিং। ছবির বিষয়বস্তু করা হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র নারী বিপ্লবী দলকে। এরইমধ্যে ছবির অভিনয় কলাকুশলী নির্বাচনে মেধা অন্বেষণের ব্যতিক্রমী আয়োজনও সম্পন্ন করেছেন নির্মাতা দীপংকর দীপন।

 

কুমিল্লার ব্রিটিশ বিরোধী আন্দোলনের কিংবদন্তী শান্তি-সুনীতি এবং ইতিহাসে হারিয়ে যাওয়া নেপথ্যের মহানায়িকা প্রফুল্ল নলিনী ব্রহ্মকে নিয়ে নির্মিতব্য চলচ্চিত্র ‘ছাত্রী সংঘ’। রজত ফিল্মসের ব্যানারে নির্মিত হবে ‘ছাত্রী সংঘ’। এই ছবির জন্য কুমিল্লা অঞ্চল থেকে মেধা অন্বেষণের মাধ্যমে অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে।

 

‘ছাত্রী সংঘ’র মাধ্যমে কুমিল্লার মেধাবী অভিনয়শিল্পীরা যেন বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরি করতে পারেন সেই লক্ষ্যকে সামনে রেখে রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় মেধা অন্বেষণের চূড়ান্ত বাছাই পর্ব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লার মেয়র ডা. তাহসিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এবং রজত ফিল্মস এর ব্যবস্থাপনা পরিচালক এবং প্রযোজক শাহেদ শাহরিয়ার।

 

 

অনুষ্ঠানে ‘ছাত্রী সংঘ’ সিনেমার পরিচালক দীপংকর দীপন এই সিনেমা ও মেধা অন্বেষণ কার্যক্রমের উদ্দেশ্য ও কর্মপদ্ধতি বর্ণনা করেন। তিনটি ক্যাটাগরিতে এই মেধা অন্বেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২৫ জনকে ‘ছাত্রী সংঘ’ সিনেমার বিভিন্ন চরিত্রের জন্য নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানের সেরা ১০ অভিনয় শিল্পীর নাম প্রকাশ করা হয়।

 

অনুষ্ঠানে সিনেমার পরিচালক দীপংকর দীপন বলেন, যেহেতু কুমিল্লার ঐতিহাসিক ঘটনা নিয়ে সিনেমাটি তৈরী হচ্ছে তাই আমরা চাই এই সিনেমা কুমিল্লায় হোক কুমিল্লার অভিনয়শিল্পীদের কাছে তাদের স্বপ্ন পূরণের মাধ্যম। আমরা অডিশন নিয়ে ক্ষান্ত থাকিনি আমরা অভিনয়ের উপর স্বল্পমেয়াদী কোর্সের মাধ্যমে তাদের প্রস্তুত করে চূড়ান্ত বাছাই প্রক্রিয়াটি করেছি। আমাদের প্রত্যাশা কুমিল্লার অভিনয়শিল্পীদের পর্দার অভিনয়ের জন্য প্রস্তুত করা এবং তারকা শিল্পীদের সাথে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ চরিত্রে কাস্ট করা। সেপ্টেম্বরে শুরু হবে এই সিনেমার চিত্রগ্রহণ। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রী সংঘের মূল তারকা শিল্পীদের পরিচয় করিয়ে দেয়া হবে।

Last Updated on June 11, 2024 12:41 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!