কুমিল্লা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ- ডিবি পৃথক তিনটি অভিযান চালিয়ে ছিনতাইকারী, আন্ত:জেলা মোটরসাইকেল চোরসহ ৯ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মোটরসাইকেল চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে পাঁচজন, ছিনতাইকারী দুইজন এবং স্বর্ণ চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৩ জুন) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আবদুল মান্নান।
এসময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য হচ্ছে-কুমিল্লার বরুড়া উপজেলার তারা পুকুরিয়া গ্রামের চান মিয়ার পুত্র জামাল হোসেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অষ্টগ্রামের আব্দুল মমিনের পুত্র সালাউদ্দিন, তাতৈয়া গ্রামের পেয়ার আহমদের পুত্র সাব্বির হোসেন জনি এবং নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাওড়ি গ্রামের ফারুক হোসেনের পুত্র তানভীর হোসেন। এসময় তাদের কাছ থেকে টি সুজুকি জিক্সার এবং একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এছাড়াও কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে সাজ্জাদ হসেন সাকিব এবং ইমাম হোসেন ফয়সাল নামে দুই যুবককে গ্রেফতার করেছে। তারা দু'জন কুমিল্লা শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি টিপ ছুরি এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার দুই যুবক কুমিল্লা শহরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে কুমিল্লার ছাতিপট্টিতে অবস্থিত একটি জুয়েলারি থেকে আত্মসাতকৃত ১০ ভরি স্বর্ণসহ দুই জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুইজন হচ্ছে কুমিল্লা সদর উপজেলার শালধর গ্রামের ফুল মিয়ার পুত্র মোঃ সাইফুল ইসলাম এবং মুহাম্মদ বাকের উল ইসলাম বাকের।
শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম