বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের আয়োজনে আঞ্চলিক স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র লালমাই কুমিল্লায় অনুষ্ঠিত হচ্ছে রোভারদের জন্য কোর্স ফর রোভার মেট।
বুধবার চারদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন কুমিল্লা জেলা রোভারের সহ-সভাপতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো জহিরুল ইসলাম পাটোয়ারী। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান স্কাউটস ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার।
ভাষা সৈনিক অজিতগুহ মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ ও জেলা রোভারের সহকারি কমিশনার মো মোস্তাক আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা রোভারের সম্পাদক মো মাইনুদ্দিন খন্দকার,জেলা রোভার স্কাউটস লিডার দিদারুল হক রিমন (পিআরএস) সহ কোর্সের প্রশিক্ষকবৃন্দ।
কুমিল্লা জেলা রোভারের প্রায় ৩০টি কলেজের শিক্ষার্থীরা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
Last Updated on October 25, 2023 9:26 pm by প্রতি সময়