কুমিল্লার সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড ও উত্তর রামপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১১ সিপিসি ২ এর একটি টিম ।
বুধবার (২৮ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম।
আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের সদর উপজেলার শিলনদিয়া গ্রামের মৃত. মমিনুল হক পাটোয়ারীর ছেলে মোঃ কাওসার পাটোয়ারী (৪০), নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গঙ্গানগর গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৯) এবং একই গ্রামের মৃত মোঃ রাসেল মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (৩৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় (২৭ জুন) রাতে অভিযান চালিয়ে ১শ’৯৭ বোতল ফেন্সিডিলসহ কাওসার পাটোয়ারীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৮) জুন সকালে অপর একটি অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন উত্তর রামপুর এলাকা হতে এক হাজার বোতল ফেন্সিডিলসহ আল আমিন ও সোহেল মিয়াকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Last Updated on June 28, 2023 8:35 pm by প্রতি সময়