কুমিল্লায় নির্মাণ শ্রমিক হত্যা মামলায় দুই আসামির একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা আপন ভাই।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই গ্রামের নির্মাণ শ্রমিক (রাজযোগালি) ইয়াছিন (২৫) কে ছুরিকাঘাতে হত্যার দায়ে এ রায় দেন।
মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ শাহজাহান মিয়া (৩৭) ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সেলিম মিয়া (৪৭) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জোলাই (ফকিরমূড়া) গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার রাষ্ট্র পক্ষে নিযুক্ত কৌশলী অতিরিক্ত পিপি এডভোকেট নুরুল ইসলাম বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় পেশায় রাজযোগালি ইয়াছিনকে ছুরিকাঘাতে খুন করা হয়। ইয়াছিনের খালাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে একই গ্রামের শাহজাহানের পরকীয়ার ঘটনা জানার পর তাতে বাধা দেয় ইয়াছিন।
এতে ক্ষুব্ধ হয়ে ইয়াছিকে মেরে ফেলার পরিকল্পনা করে শাহজাহান। ২০২০ সালের ১৮ মে রাত সোয়া ৯টায় স্থানীয় মসজিদে এশার নামাজ পড়ে বাড়ী ফেরার সময় ইয়াছিন ও তার বড় ভাই মিজানুর রহমানের পথরোধ করে শাহজাহান ও তার ভাই সেলিম। এক পর্যায়ে শাহজাহান প্রথমে ইয়াছিনের বড় ভাই মিজানুর রহমানকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। পরে ইয়াছিনের বুকে ছুরিকাঘাত করে শাহজাহান ও তার ভাই সেলিম পালিয়ে যায়।
এরপর ইয়াছিনের স্বজনরা এ খবর জানতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইয়াছিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আর আহত মিজানুরকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় মিজানুর রহমান বাদী হয়ে জোলাই গ্রামের মৃত আলী মিয়ার তিন ছেলেসহ ৫ জনকে আসামি করে সদর দক্ষিণ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ মামলার প্রধান আসামি শাহজাহান ও তার ভাই সেলিমকে গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পরবর্তীতে আদালত সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে আজ মঙ্গলবার দুপুরে আসামি শাহজাহানকে মৃত্যুদণ্ড ও তার ভাই মোঃ সেলিম কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
Last Updated on July 31, 2024 7:43 pm by প্রতি সময়