কুমিল্লার সদর দক্ষিণে ৫২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম। এসময় অপর একজন পালিয়ে যায়।
রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামী কুমিল্লা জেলার সদর দক্ষিন উপজেলার লালনগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল হান্নান (২৫)। পালিয়ে যাওয়া আসামী একই উপজেলার উলুইন গ্রামের ফরিদের ছেলে মোঃ মনির (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত গাঁজা মোঃ মনিরের সহায়তায় সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের জন্য ওই স্থানে গাড়ীতে উঠানোর জন্য অবস্থান করছিল। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গাঁজা উদ্দেশ্য ওই আসামীকে গ্রেফতার করে।
এ ঘটনায় সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে।
Last Updated on March 5, 2023 5:26 pm by প্রতি সময়