বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুমিল্লা শাখার সহ-সভাপতি ও প্রথম আলো পত্রিকার কুমিল্লা কার্যালয়ে কর্মরত সিনিয়র ফটোসাংবাদিক এম সাদেক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর সিডি প্যাথ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে পেশাগত দায়িত্ব পালনের সময় কুমিল্লা শহরতলির গোমতী নদীর পাড়ে চানপুর এলাকায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে মাথাব্যথা ও বুকে ব্যথা অনুভব করেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল তাঁকে গোমতী নদীর চানপুর সেতুসংলগ্ন একটি দোকানে বসিয়ে প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমানকে বিষয়টি জানালে তিনি দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে এসে সাদেককে সিডি প্যাথ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের মেডিসিন ও হৃদরোগবিশেষজ্ঞ অধ্যাপক তৃতীশ চন্দ্র ঘোষ জানান, সাংবাদিক এম সাদেকের প্রথমে বড় ধরনের হার্ট অ্যাটাক হয়। পরে হাসপাতালে এনে সিসিইউতে চিকিৎসা শুরুর মধ্যেই আবার হার্ট অ্যাটাক হয় তাঁর। এরপর দ্রুত তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর মধ্যেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে বেলা ১টা ৫৭ মিনিটে তাঁকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।
এম সাদেক কুমিল্লার সিনিয়র ফটোসাংবাদিক। প্রথম আলোর শুরু থেকেই কুমিল্লা কার্যালয়ে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা এম সাদেক মৃত্যুকালে এক ছেলে, স্ত্রী, পুত্রবধূ, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী-শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার বাদ মাগরিব কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণে এম সাদেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বাদ এশা অশোকতলা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে অশোকতলা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
Last Updated on February 17, 2025 9:11 pm by প্রতি সময়