কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে আরও ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত এই উপজেলায় মারা গেছেন সাত জন।
সোমবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, গত ৩ জুলাই দাউদকান্দি পৌর সভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সতানন্দি গ্রামের হুমায়ন কবির ছলুর স্ত্রী রুমা আক্তার (৪৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়।
তিনি ঢাকায় বনশ্রী ফরাজি হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। গত ৩০ জুন দাউদকান্দি এ্যাপলো হাসপাতালে ভর্তি হলে তাকে ২ জুলাই ঢাকায় রেফার করা হয় এবং ৩ জুলাই তিনি মারা যান। এনিয়ে দাউদকান্দিতে মোট মৃতের সংখ্যা সাতজনে দাঁড়িয়েছে।
Last Updated on July 7, 2025 7:44 pm by প্রতি সময়