মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুবি প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম শিক্ষক সমিতির তীব্র গরমে পথচারী ও নিম্নআয়ের মানুষের পাশে কুমিল্লা জেলা ট্রাফিক পুলিশ প্রতীক পেয়ে প্রচারণায় নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের প্রার্থীরা দাউদকান্দিতে পুকুর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার চান্দিনায় প্রতিবন্ধী নারী হত্যার দায়ে রংমিস্ত্রির মৃত্যুদণ্ড দাউদকান্দিতে একই পরিবারের চারজনের প্রাণ গেলো সড়ক দুর্ঘটনায় কুমিল্লার কালিরবাজারে ছাত্রদলকর্মী হত্যা : সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড কুমিল্লার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে জ্বলবে ৪৬ সোলার লাইট তীব্র তাপদাহ : কুবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়নপত্র দাখিল উপজেলা পরিষদ নির্বাচন : কুমিল্লা সদরে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে টুটুল পাবেল বকুল সিএনজি অটোরিকশা চালক হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ড তীব্র গরমে অতিষ্ঠ মুরাদনগরের জনজীবন মাভাবিপ্রবিতে বেড়েছে ৩০ আসন‌ চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার চান্দিনায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে মৌলভীকে জরিমানা করায় তুলকালাম কান্ড! শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন হোমনার নজরুল ইসলাম শিব নারায়ণ দাস আর নেই, প্রধানমন্ত্রীর শোক -শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

কুমিল্লার দেবিদ্বারে পাগলা জহিরের মাদকের আস্তানা গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১৮৩ দেখা হয়েছে

কুমিল্লা মাদক বিক্রি ও সেবনের দুটি আস্তানা গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।কুমিলের দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের গুনাইঘরের কান্দা এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুলের নেতৃত্বে মাদকের দুটি আস্তানা ভেঙ্গে ফেলা হয়। এ সময় আস্তানা দুটির পরিচালনার দায়িত্বে থাকা পাগলা জহির ওরফে গামছা জহিরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কান্দা এলাকায় পাগলা জহিরের বসতবাড়িতে গড়ে তোলা মাদক বিক্রি ও সেবনের আস্তানা দুটি গুড়িয়ে দেওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাঁজা ও বিপুল পরিমাণ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ এবং গণপিটুনি দিয়ে আটক করা মাদক বিক্রেতা পাগলা জহিরকে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, পাগলা জহির দীর্ঘদিন ধরে তার বাড়িতে ওরস পালনের নামে গভীর রাত পর্যন্ত মাদক বিক্রি, সেবন ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এসব বন্ধ করার জন্য তাকে একাধিকবার বলা সত্ত্বেও সে তাতে কর্ণপাত করেনি। পরে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয় লোকজন আজ সন্ধ্যার দিকে পাগলা জহিরের মাদক বিক্রি ও সেবনের আস্তানা ভেঙ্গে ফেলে।
এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

 

গুনাইঘর উত্তর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল বলেন, এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে গণ পিটুনি দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার আস্তানা থেকে গাঁজা ও সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। তাকে আটক করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে। পাগলা জহিরের কার্যকলাপের কারণে এলাকার তরুন ও যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছিল। ওরসের নামে মাদক বিক্রি ও সেবনের এসব কার্যকলাপ বন্ধ করতে তাকে অনেকবার নির্দেশ দেওয়া হয়েছে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কমল কৃষ্ণ ধর বলেন, এলাকাবাসী পাগলা জহির নামে এক ব্যক্তিকে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। তার আস্তানায় বিপুল পরিমান মাদক ও তা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

Last Updated on March 6, 2023 10:53 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102