কুমিল্লার নাঙ্গলকোটের আবদুর রহিম রনি (২২) নামের এক যুবক সৌদিআরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার সৌদি আরব স্থানীয় সময় রাত ৯টারদিকে সৌদিআরবের আল কাছিম এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
আবদুর রহিম রনির লাশ আল কাছিম জেনারেল হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
বৃহস্পতিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তার চাচা মাস্টার জাফর আহমেদ। রনি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের রেস্টুরেন্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনের ছেলে। সে চৌদ্দগ্রাম সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে বিদেশ পাড়ি দেয়। তার মৃত্যু সংবাদে পরিবারে বইছে শোকের মাতম।
রনির চাচা জাফর আহমেদ জানান, আবদুর রহিম রনি জীবিকার তাগিদে চলতি বছরের ৪ জুলাই রেস্টুরেন্ট ভিসায় সৌদিআরবের রিয়াদ যান। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যার দিকে রেস্টুরেন্ট মালিক দাম্মামে তাদের আরেকটি হোটেল উদ্ভোধনের জন্য রনিসহ ৪জন শ্রমিককে রিয়াদ থেকে দাম্মামে পাঠায়। তাদের বহনকারী গাড়িটি আল কাছিম নামক এলাকায় পৌঁছলে দ্রুতগতির একটি মালবাহি ট্রলি তাদের বহন করা গাড়ীকে ধাক্কা দেয়। এসময় আবদুর রহিম রনির মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আল কাছিম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন থাকার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
Last Updated on October 3, 2024 7:28 pm by প্রতি সময়