কুমিল্লার বুড়িচং উপজেলায় ভূমিসহ নতুন ঘর পাবেন গৃহহীন ৯৯ জন। সোমবার (২০ মার্চ) বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।
বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এদিন বিকেলে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার জানান আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ টি জেলায় আশ্রয়ণের ঘর প্রদান অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। বুড়িচং উপজেলার গৃহহীন ৯৯জনকে ভূমিসহ দুর্যোগ সহনীয় সেমিপাকা ঘর প্রদান করা হবে।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ আশ্রয়ণের ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা -৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।
সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। আরও উপস্থিত থাকবেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ।
Last Updated on March 20, 2023 11:51 pm by প্রতি সময়