প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার মাধ্যমে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব উল্লেখ করে বক্তারা বলেছেন, গ্রামীণ দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই জানেন না, তাদের শরীরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস বাসা বেঁধে আছে। তারা কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিতে আসলে অবশ্যই বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস পরীক্ষা করে সম্ভাব্য রোগ সনাক্ত করে যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ নিশ্চিত করতে পারলে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনা সম্ভব।
গত বৃহস্পতিবার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন যৌথভাবে আয়োজন করেন জাইকা স্বাস্থ্য প্রকল্পের উপজেলা স্বাস্থ্য কো-অর্ডিনেটর খাজা মো. ইয়াহিয়া ও কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মোসাম্মৎ রাবিয়া খাতুন।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস চেকআপসহ বিনামূল্যে স্বাস্থ্যসেবা উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ লাকী বেগম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক গোলাপজান, সিনিয়র নার্স ফাতেমা আক্তার, কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার মোসাম্মৎ রাবিয়া খাতুন, কমিউনিটি ক্লিনিকের সিজিপের সহ-সভাপতি গোলাম আহম্মেদ প্রমুখ।
কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপের সহ-সভাপতি গোলাম আহমেদ ব্যক্তিগত অর্থায়নে ভারেল্লা উত্তর পারুয়ারা কমিউনিটি ক্লিনিকের রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার জন্য ডায়াবেটিস মেশিন ও ট্রিপ প্রদান করেন।
Last Updated on May 31, 2025 10:04 pm by প্রতি সময়