শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চান্দিনায় দেশ ট্রাভেলস এক্সপ্রেসের সুপারভাইজার নিহত মাদক সেবনের বকেয়া টাকার পরিশোধ হিসেবে স্ত্রীকে বন্ধক, গণধর্ষণের শিকার চান্দিনায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে মৌলভীকে জরিমানা করায় তুলকালাম কান্ড! শিক্ষক বাতায়নে সেরা উদ্ভাবক নির্বাচিত হলেন হোমনার নজরুল ইসলাম শিব নারায়ণ দাস আর নেই, প্রধানমন্ত্রীর শোক -শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে শ্রদ্ধা জানাবে সর্বস্তরের মানুষ মুরাদনগরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন উদ্বোধনের দুই ঘণ্টা পরই পর্দা নামলো প্রাণিসম্পদ প্রদর্শনীর! চিকিৎসকের পাশাপাশি রোগীর সুরক্ষা নিশ্চিত করাও আমার দায়িত্ব : স্বাস্থ্যমন্ত্রী -কুমিল্লায় ক্যান্সার হাসপাতাল নির্মাণের দাবি জানালেন এমপি বাহার কুমিল্লা সাংস্কৃতিক জোটের নববর্ষের অনুষ্ঠান ‘বৈশাখ অবগাহন’ পরিবেশিত হবে ৪ মে নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড দাউদকান্দিতে সরকারি ন্যায্য মূল্যের ফার্মেসি বন্ধ বাংলাদেশের চিকিৎসা সেবা বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় এগিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী বুড়িচংয়ে এক সপ্তাহের ব্যবধানে তিন বাড়িতে ডাকাতি! সাংবাদিক রমিজ খানের দাফন সম্পন্ন -কুমিল্লা প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা মল্লিকা বিশ্বাসের কবিতা ‘দীপ্ত বৈশাখ’ মুরাদনগরের রামচন্দ্রপুর বাজারে জমে ওঠেছে বৈশাখী মাছের মেলা পহেলা বৈশাখের রাতে চান্দিনার মধ্যবাজারে অগ্নিকান্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই কুমিল্লা নগরীতে বৈশাখি মাছের মেলায় ঐতিহ্যের ছোঁয়া  বর্ষবরণ উৎসব আমাদের জাতিসত্ত্বার বিকাশ ঘটায় : এমপি বাহার -পহেলা বৈশাখে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত কুমিল্লার সর্বস্তরের মানুষ বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে : ওবায়দুল কাদের

বুড়িচংয়ের দক্ষিনগ্রাম যেনো পদ্মফুলের গালিচা : সংরক্ষণের আশ্বাস জেলা প্রশাসকের

সাদিক মামুন
  • আপডেট টাইম সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৮১ দেখা হয়েছে

ছবি: কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিনগ্রামে বিলের বিস্তৃত জলরাশির বুকে দলবেঁধে ফুটে আছে চোখ জুড়ানো পদ্ম #

মুগ্ধ করার সৌন্দর্যের ডালি খুলে অগণিত পদ্মের মেলা বসেছে রেললাইন ঘেঁষে সবুজের সমারোহের ভেতর দিয়ে চলে যাওয়া এক নৈসর্গিক গ্রাম কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিনগ্রামের বিশাল এক বিলে। পানির ওপর ভেসে থাকা নীল-সাদা-হলুদ রঙের একেকটি পদ্মের রূপশোভা আসলেই অপার্থিব।

বিলের বিস্তৃত জলরাশির বুকে দলবেঁধে ফুটে আছে চোখ জুড়ানো পদ্ম। চোখ যতদূর যায় সবুজ গাছের সঙ্গে মিশে হাতছানি দিচ্ছে জলরাশির পদ্ম আর পদ্ম। এ যেনো ঠিক পদ্মফুলের গালিচা।দূর থেকে তাকালে মনে হবে রঙিন ফুলের বিছানা। পদ্মফুলের স্নিগ্ধতার রং আর শরতের আকাশে মেঘের ভেলা মিলে একাকার প্রকৃতি।

পদ্মফুলকে ঘিরে মানুষের আনাগোনা বাড়ছে দক্ষিনগ্রামে। করোনাকালেও দূর-দূরান্ত থেকে মানুষ বুড়িচংয়ের দক্ষিনগ্রামের পদ্মবিলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন। জলজ ফুলের রানি পদ্মের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে তুলছেন ছবি। পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধবীদের দল নিয়ে সবাই মুগ্ধমনে দেখেন নীল সাদা হলুদ পদ্মের রূপ। আবার বিলের পানিতে নৌকায় বসে পদ্মফুল ছুঁয়ে ভেসে যেতে যেতে পদ্মের সৌরভ বিমোহিত করছে দর্শণার্থীদের।

দক্ষিনগ্রামের পদ্মবিলের এ সৌন্দর্য শুধু প্রকৃতিপ্রেমীর কাছে নয়, পরিবেশ সচেতন ব্যক্তিদেরও করেছে বিমোহিত।  দিন দিন বিলটি সৌন্দর্য প্রিয় মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

স্থানীয়রা জানান, প্রায় দশ একর পরিমাণের বিলটিতে বর্ষার সময় থেকেই পদ্মফুলের রূপ ছড়াতে থাকে। শরতে দুর্দান্ত হয়ে ওঠে এরূপ।  এসময়ে অনেক দর্শনার্থী এখানে আসেন ঘুরতে।  অক্টোবর পর্যন্ত দক্ষিনগ্রামের এ বিলে পদ্মফুলের বিমোহিত রূপ অবলোকন করা যাবে। দর্শনার্থীদের সবধরনের সহায়তা করতে স্থানীয়রাও সর্বোচ্চ চেষ্টা করে থাকে। বিলে বেড়াতে আসা মানুষদের নৌকায় ঘুরিয়ে এই গ্রামের মানুষ কিছু বাড়তি আয়ও করতে পারছেন। বিলের পারেও গড়ে উঠেছে ছোট-খাটো অনেক দোকানপাট।অপরূপ সৌন্দর্যের আঁধার দক্ষিণগ্রামের পদ্মবিল হতে পারে পর্যটকদের কেন্দ্রবিন্দু। তাই এটি রক্ষায় সংরক্ষণ করা জরুরী হয়ে পড়েছে।

বুড়িচংয়ের দক্ষিনগ্রামের পদ্মবিল প্রসঙ্গে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘বুড়িচংয়ের পদ্মবিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এসেছেন। তারা জানিয়েছেন আমেরিকাতে এমন পদ্মফুল ফুটে। আর বাংলাদেশে বুড়িচংয়ে রয়েছে এমন পদ্মফুল।এই বিলে যে পদ্ম ফুটে তা নিশ্চয়ই অনেক দর্শনীয়। কুমিল্লা জেলা প্রশাসন এই বিলটি সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।’

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on September 7, 2020 9:22 am by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102