কুমিল্লার বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ।
সোমবার সন্ধ্যায় বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুত্রে জানা যায়, বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন বুড়িচং উপজেলার কুমিল্লা জজকোর্টের আইনজীবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম খোকন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, মোকাম ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেন।
বুড়িচং থানার ওসি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে রেজাউল ও জামালকে রবিবার রাতে বুড়িচং থানা পুলিশ আটক করে। অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম