‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়ছে।
সোমবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করে।
পরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নূরে আলম, মুরাদনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার জসীম উদ্দিন প্রমুখ।
Last Updated on March 10, 2025 4:25 pm by প্রতি সময়