দেশজুড়ে আলোচিত কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ মামলার বাদী ও নিপীড়নের শিকার সেই নারী দুই সন্তান নিয়ে ঘটনাস্থল বাপের বাড়ি ছেড়েছেন।পাশবিক নির্যাতনের ওই ঘটনার পর থেকে সাংবাদিকসহ উৎসুক লোকজনের ভিড় ও ইউটিউবারদের ছবি তোলা, ভিডিওধারণ এবং ঘটনার বিষয়ে নানরকম প্রশ্নে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে মুরাদনগরের পাঁচকিত্তা বাহেরচর গ্রামের বাপের বাড়ি ছেড়ে মঙ্গলবার পুলিশের সহায়তা চেয়ে অন্যত্র চলে গেছেন। তিনি এখন দুই শিশু সন্তান নিয়ে নিজের সংসার টেকানোর জন্য পাগলপ্রায়। তাঁর বাপের বাড়িতে বেড়াতে এসে পাশবিক নির্যাতনের পর দুইটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ওই নারীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে।
বুধবার সকালে খবর নিয়ে জানা যায়, ওই বাড়িতে বিভিন্ন লোকজনের আনাগোনা বেড়ে যাওয়ায় এবং সাংবাদিক পরিচয়ে ও ইউটিউবারদের কাছে প্রতিদিনেই কয়েকবার ঘটনা বলতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন ওই নারীসহ তাঁর গোটা পরিবার। ফলে পাশবিক নির্যাতনের শিকার ওই নারী মুরাদনগরের পাঁচকিত্তা বাহেরচর গ্রামের নিজের বাপের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। মঙ্গলবার সকালে দুই সন্তান নিয়ে তিনি চলে যাবার পর তার মা-বাবাও বাড়ি ছেড়ে চলে গেছেন। ঘটনার পর থেকে প্রতিদিন সাংবাদিক ও উৎসুক মানুষের আনাগোনা আর ইউটিউবারদের সাক্ষাতকারের যন্ত্রণায় অতিষ্ঠ ওই নারী ও তার গোটা পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে প্রতিবেশি-আত্মীয়রা জানান। তারা বাড়ি ছাড়ার আগে পুলিশের সহায়তা চেয়েছেন বলেও জানা গেছে।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেছেন, ‘নির্যাতিত ওই নারী যেখানেই যান, এটি তাঁর একান্তই নিজস্ব ও ব্যক্তিগত ব্যাপার। তাঁরা নিরাপত্তার প্রয়োজন মনে করলে পুলিশ অবশ্যই তা নিশ্চিত করবে।’
পাঁচকিত্তা বাহেরচর গ্রামের ভুক্তভোগী নারীর প্রতিবেশিরা জানান, ওই নারীকে বিবস্ত্র করে যেভাবে নির্যাতন চালানো হয়েছে এবং তা সারা দুনিয়ার মানুষ মোবাইল ফোনে দেখেছে, এসব ঘটনা তাঁর স্বামী কিছুতেই মেনে নিতে পারছে না। এরই মধ্যে কয়েকবার তার স্বামী বলেছে মামলা তুলে নেওয়ার জন্য।সে এখন তাঁর স্বামীর কথার বাইরে যেতে চাইছে না। দুইটি শিশু সন্তান নিয়ে সংসারটা যাতে টেকানো যায় এই চেষ্টাই করছে ভুক্তভোগী ওই নারী। ঘটনার পর থেকে তাঁর বাপের বাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের আনাগোনায় বিব্রত পরিস্থিতির শিকার হয়ে সম্ভবত স্বামীর পরামর্শেই বাড়ি ছেড়ে গোটা পরিবার নিরাপদ কোন আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
Last Updated on July 2, 2025 9:18 pm by প্রতি সময়