কুমিল্লা আইডিয়াল কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়ার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা রোববার (১৫ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো: মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক শাহ মোহাম্মদ আলমগীর খান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিয়মিতি পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক সময়ের কাজ সঠিক সময়ে করতে হবে।
কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ ও সমবেত কন্ঠে জাতীয় সংঙ্গীতের পর অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, অনুষ্ঠানের আহবায়ক ও সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাফায়েত হোসেন, কলেজ পরিচালক মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন লিটন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমরা হবে আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, আলোকিত মানুষ হতে হলে সন্ত্রাস ও মাদক থেকে দুরে থাকতে হবে। গান, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ দেহ সুন্দর মন তৈরি হয়।
এসময় উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক গোলাম মোস্তফা, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমতিয়াজ মজুমদার প্রভাষক মো. হাসান ভূইয়া, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, জাবেদ হোসেন, নিশাত মাহমুদ, ফাহিমা আক্তার, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল মামুন, সুনীল চন্দ্র দাস, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি।
বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বইসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। সবশেষে কলেজ সাংস্কৃতিক সংগঠন রঙিন ঘুড়ির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Last Updated on December 15, 2024 9:03 pm by প্রতি সময়