কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের স্মরণকালের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ ছাপিয়ে অন্তত চারটি সংযোগ সড়কের ওপর মুসল্লিদের নামাজ আদায় করতে হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জমাত অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসক, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি, জামায়াত ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।
এদিন ঈদগাহ ছাপিয়ে ঈদের জামাত গিয়ে ঠেকে পাশের চারটি সড়কে। সব সড়কই ছিল মুসল্লিতে ভরপুর। নামাজ শেষে মুসল্লিরা জানান, কেন্দ্রীয় ঈদগাহে এটাই কুমিল্লার সর্বকালের সর্ববৃহৎ ঈদ জামাত। ঈদগাহের ভেতর ও বাইরে মিলে প্রায় ৩০ হাজার মুসল্লি এবারের ঈদুল ফিতরের জামাতে সমবেত হয়ে নামাজ আদায় করেন। এত সংখ্যক মুসল্লির অংশগ্রহণ অতীতে আর কখনো হয়নি।
কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ সকাল আটটার আগেই পরিপূর্ণ হয়ে যায়। এরপর ঈদগাহ সংলগ্ন পশ্চিম দিকে নগর উদ্যান সড়ক, উত্তর দিকে ফৌজদারি সড়কের গণপূর্ত মসজিদ, পূর্ব দিকে মোগলটুলির কুমিল্লা হাইস্কুল ও দক্ষিণে কুমিল্লা স্টেডিয়াম পর্যন্ত ঈদের জামাত দীর্ঘ হয়।
ঈদের জামাত পরিচালনা করেন কুমিল্লার কেন্দ্রীয় কান্দিরপাড় জামে মসজিদের খতিব মুফতি শাহ ইব্রাহীম কাদেরী।নামাজ শেষে খুতবার পর বাংলাদেশসহ মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের জামায়তের পর মুসল্লিরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন। মুসল্লিদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঈদগাহ প্রবেশের সড়ক গুলোর মোড়ে টহল ও নজরদারিতে ছিলেন।
Last Updated on March 31, 2025 5:55 pm by প্রতি সময়