প্রযুক্তির যুগে এসে গ্রামীণ খেলাধুলার মধ্যে আনন্দ বিনোদন পাওয়া যেত এমন অনেক খেলাধুলা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলা ফিরিয়ে আনতে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছে ঐহিত্যবাহী কুস্তি খেলা। আর এমন আয়োজন দেখতে সব বয়সীরা ভিড় জমায় কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল মাঠে। খেলায় সহস্রাধিক দর্শক সমাগম হয়।
বুধবার সন্ধ্যা থেকে এই কুস্তি খেলা শুরু হয়। খেলায় ১৫০ জন কুস্তিগীর অংশগ্রহণ করে। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি এ খেলার আয়োজন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত দশটার পরেও খেলা চলছিল।
আয়োজকরা জানান, প্রতিবছর বৈশাখে টাউন হল মাঠে কুস্তি খেলার আয়োজন হবে। এবার জেলার বিভিন্ন উপজেলা থেকেও কুস্তি খেলোয়াড়েরা অংশ নিয়েছেন।
আয়োজকরা আরো জানান, এটি কোনো প্রতিযোগিতা নয়, খেলায় অংশ নেওয়া সবাইকেই উপহার হবে।
কুস্তি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াসিন।
আয়োজক কমিটির আহ্বায়ক ও সদর দক্ষিণ উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক আবু বকর চৌধুরী বলেন, আগের দিনে কুস্তিগীরদের বেশ কদর থাকলেও গ্রামে এখন তেমন তৈরী হচ্ছে না কুস্তিগীর। গ্রামের মানুষের মধ্যে হৃদ্যতা বাড়াতে এবং ঐতিহ্য ধরে রাখতেই এই কুস্তি খেলার আয়োজন করা হয়েছে।
Last Updated on April 16, 2025 10:34 pm by প্রতি সময়