কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৬০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি বাজার এলাকায় চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়ক হতে শুক্রবার (১২ জুলাই) তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌদ্দগ্রাম থানার কমলপুর গ্রামের সেলিম মুন্সির ছেলে আশিকুল ইসলাম মুরাদ, কটপাড়া, চান্দিশকরা গ্রামের আব্দুল জলিলের ছেলে নাঈম হোসেন, লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আব্দুল্লাহ আল সাহাব সিয়াম।
তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
Last Updated on July 14, 2024 1:03 am by প্রতি সময়