শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজায় মুসল্লিদের ঢল আলিয়া মাদরাসার প্রিন্সিপাল আব্দুল মতিনের জানাজা শুক্রবার সকাল দশটায় কুমিল্লা আলিয়া মাদরাসা প্রিন্সিপাল আব্দুল মতিন আর নেই শনিবার দিনব্যাপী কুমিল্লায় সাড়ে ৯ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ ক্যাপসুল মুরাদনগরে শিশু সুরক্ষায় এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মহাসড়কের চৌদ্দগ্রামে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি : আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেফতার ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার কুমিল্লার মুরাদনগরে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত কুমিল্লা ইপিজেড : সাত মাসেই রেকর্ড বিনিয়োগ ও রফতানিতে কুমিল্লায় র‍্যাব পরিচয়ে প্রবাসীর থেকে চাঁদা নিতে এসে দুইজন আটক যুব মহিলালীগের সদস্য দেবিদ্বারের তানিয়া গ্রেফতার মুরাদনগরের শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আলী গ্রেফতার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ মসজিদের অব্যাহতিপ্রাপ্ত ইমামের অনুসারীদের কান্ড!  মুদ্রাস্ফীতির তারতম্যের আলোকে দেনমোহর নির্ধারণের যুগান্তকারী রায় মুরাদনগরে অটোরিকশা উল্টে বৃদ্ধার মৃত্যু মুরাদনগরে ইউএনও’র নেতৃত্বে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান এনসিপির কমিটিতে কুমিল্লার আট তরুণ নেতা অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কুমিল্লায় ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে মহাসড়কে সেনাবাহিনী-হাইওয়ে পুলিশের যৌথ অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা আদায় 

কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ছয় সিএনজি স্ট্যান্ড ইজারা

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৬ দেখা হয়েছে

অবশেষে সরকারি বিধি অনুসারে কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ৬টি সিএনজি স্ট্যান্ড ইজারা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর ফলে একদিকে অবৈধভাবে সিএনজি চালিত অটো রিকশা থেকে চাঁদা আদায়ের পথ বন্ধ হয়েছে, অপরদিকে ইজারা দেওয়া স্ট্যান্ডগুলো থেকে সরকারের কোষাগারে প্রায় এক কোটি টাকা রাজস্ব আদায় হবে।

এদিকে দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী এসব সিএনজি স্ট্যান্ড এলাকায় ইজারাদার ও চালকদের দ্বারা সড়কে সাধারণ মানুষ ভোগান্তি বা হয়রানির শিকার হলে সিএনজি স্ট্যান্ডের ইজারা বাতিল করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি দেবিদ্বার নিউমার্কেট ও চান্দিনা রোডের অভিযানে এসে এ হুশিয়ারি দেন।

ইজারাদাররা জানান, দেবিদ্বার পৌর এলাকা থেকে স্বল্প দুরত্বের এলাকা গুলিতে যাতায়াতের জন্য এসব স্টান্ড থেকে যানবাহন চলাচল করে থাকে। কিন্তু ইজারা বঞ্ছিত একটি চক্র এসব স্টান্ডের ইজারা বাতিল করতে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বিধি অনুসারে পৌর কর্তৃপক্ষ স্ট্যান্ড ইজারা দিয়েছে।

পৌর সচিব ফখরুল ইসলাম বলেন, প্রতিটি স্ট্যান্ডেই মহাসড়কলাগোয়া লিংক রোড রয়েছে। এসব যানবাহন মহাসড়কে ওঠে না, যার কারণে যান চলাচলে কোনো সমস্যা হবে না। তিনি আরও বলেন, পৌর পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ছয়টি স্ট্যান্ড প্রায় এক কোটি টাকায় এক বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে।

দেবিদ্বার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্ত্তী বলেন, সকল নিয়ম নীতি মেনে স্ট্যান্ড ইজারা দেয়া হয়েছে। আমরা কোন মহাসড়ক ইজারা দেইনি। ইজারা দেওয়া ছয়টি স্ট্যান্ডে সরকারি স্লিপ ব্যতিত কোন চালক থেকে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। যদি কোন চালক এ ব্যাপারে অভিযোগ করে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। কোন স্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি কিংবা জনগণের ভোগান্তি হবে এমন কাজ না করতে ইজারাদারদের নির্দেশ দেয়া হয়েছে।

Last Updated on February 24, 2023 8:34 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102