কুমিল্লা নগরীতে অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর কুমিল্লা টাওয়ার শপিং সেন্টারের গলিতে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। এসময় এক পথচারি গৃহিনীকে বিশেষ কায়দায় অজ্ঞান করে তার ব্যবহৃত স্মার্টফোন, গলা ও কানে থাকা সোনার গহনা কৌশলে ছিনিয়ে একটি ছিনতাইকারি চক্র।
এঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেছেন ছিনতাইয়ের শিকার গৃহিনী সুফিয়া খাতুনের স্বামী কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মচারি মো. হায়াত উদ্দিন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি তার পরিবার নিয়ে শিক্ষাবোর্ড কলোনীতে থাকেন। শনিবার সকাল ১১টার দিকে কুমিল্লা শিক্ষাবোর্ড অফিসের বিপরীতে হোটেল সালাউদ্দিনের সামনের সড়ক দিয়ে তার স্ত্রী সুফিয়া খাতুন হেটে বাসায় ফিরছিলেন। এসময় ২/৩ জন যুবকের একজন সুফিয়া খাতুনকে দাঁড় করিয়ে এলাকাটির নাম জানতে চায়। তখন ওই যুবক তার নিজের মোবাইলফোনটি সুফিয়া খাতুনের হাতে দিয়ে বলে তার এক লোক জানতে চাইছে সে কোথায় আছে, আপনি একটু জায়গাটির নাম বলে দিন। এসময় সুফিয়া খাতুন মোবাইলফোনটি কানে-মুখের কাছে নিতেই তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে অপর যুবকরা মিলে ধরাধরি করে কাছেই কুমিল্লা টাওয়ার শপিং সেন্টারের গলিতে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর সুফিয়া খাতুন দেখেন তিনি গলির একটি মহিলা হোস্টেলের গেইটের সামনে পড়ে আছেন। তার সঙ্গে থাকা স্মার্ট মোবাইল ফোন, কানে ও গলায় থাকা সোনার গহনা নেই।
অভিযোগকারি মো. হায়াত উদ্দিন বলেন, নগরীতে একটি সংঘবদ্ধ ছিনতাইকারি চক্র অভিনব কৌশলে এঘটনা ঘটিয়েছে। কোতয়ালী থানা পুলিশে এব্যাপারে অভিযোগের দুইদিন চলছে।কিন্তু এখনও পর্যন্ত পুলিশ ছিনতাইকারিদের সনাক্ত করতে পারেনি। শিক্ষাবোর্ড ও কুমিল্লা টাওয়ার এলাকার সিটি ক্যামেরার ফুটেজ পরীক্ষা-নিরিক্ষা করলে ঘটনাটির ব্যাপারে পুলিশ নিশ্চিত হতে পারে। কিন্তু কোন খবর পাচ্ছি না।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম