পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর যুবলীগ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে।
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি করপোরেশেনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নির্দেশে বুধবার বেলা তিনটায় কুমিল্লা নগরীর রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। বিক্ষোভ মিছিল নেতৃত্ব দেন কুৃৃমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ ও যুগ্ম আহবায়ক কুমিল্লা সিটি করপোরেশেনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি।
মিছিলটি কুমিল্লা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহানগর আওয়ামী লীগ অফিসে এসে শেষ হয়। এরপর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় মহানগ ও সকল ওয়ার্ডের যুবলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম