কুমিল্লায় মাদক সেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজিব (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় শুক্রবার রাতে এ খুনের ঘটনা ঘটে।নিহত রাজিব কুমিল্লা বিসিকে চাকরি করত।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি সনজুর বলেন, মাদক সেবন দেখা ফেলায় রাজিবের সঙ্গে একই এলাকার রাব্বির কথা কাটাকাটি হয়। এরই জেরে সন্ধ্যা ৭টার দিকে রাব্বি ও তার সহযোগীরা মিলে রাজিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গোবিন্দপুর এলাকার কাজী মনসুরের বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেলে নেয়ার পথে রাত ১০টার দিকে রাজিব মারা যায়।
নিহতের ছোট ভাই রাকিব বলেন, একই এলাকায় মাদক কারবারি রাব্বিসহ সহযোগিরা মিলে বাড়ি থেকে ডেকে নিয়ে কাজী বাড়ির সামনে প্রকাশ্যে তার ভাইকে কুপিয়ে খুন করে। খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
Last Updated on February 11, 2023 1:50 pm by প্রতি সময়