'রোভার প্রাণে আঁকা স্মৃতি, মিলনমেলার ঐক্য গাঁথা পঁয়তাল্লিশ পুঁথি' এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের গৌরব ও ঐতিহ্যের ৪৫ বছর পুর্তি ও প্রাক্তন রোভারদের মিলনমেলা রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কাউট ব্যক্তিত্ব কুমিল্লা জেলা রোভারের সম্পাদক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বিশেষ অতিথি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আলী আজম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, স্কাউট প্রতিজ্ঞা ও আইন অনুসারে, একজন স্কাউট সর্বদা সত্যবাদী ও ন্যায়পরায়ণ থাকে। এটি তাদের জীবনে সততার চর্চা গড়ে তোলে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানসিকতা তৈরি করে। স্কাউটদের শেখানো হয় কীভাবে অন্যদের সাহায্য করতে হয়। স্কাউটদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়, যা তাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলাবোধ গড়ে তোলে।
তিনি আরো বলেন, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ কুমিল্লা জেলা রোভারের একটি অন্যতম ঐতিহ্যবাহী দল। বিগত ৪৫ বছর ধরে সুনামের সাথে স্কাউটিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান আলী আজম বলেন, রোভার স্কাউটরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে স্কাউটরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এটি তাদের নৈতিক শক্তি বৃদ্ধি করে এবং জীবনের কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে।
অনুষ্ঠানে স্মৃতিচারনমূলক বক্তব্য রাখেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট রবিউল প্রধান, মাহমুদুল হাসান ইমন, জহিরুল ইসলাম ফরহাদ, সাবেক রোভার মেট জাকারিয়া সোহেল, বর্তমান সিনিয়র রোভার মেট রাহিম, গালর্স ইন সিনিয়র রোভার মেট জাহেদা আক্তার।
দিনব্যাপী আয়োজন ছিল পতাকা উত্তোলন, প্রার্থনা সঙ্গীত, স্মৃতিচারণ, গান, কবিতা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকালে ছিল স্মৃতি জাগানিয়া প্রীতি ফুটবল ম্যাচ। সাবেক রোভার স্কাউট সদস্য দল বনাম বর্তমান রোভার স্কাউট সদস্য দলের মধ্যকার খেলাটি ১—১ গোলে ড্র হয়।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম