সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা বরুড়া উপজেলার কৃতি সন্তান সাবেক আমলা ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তাকে দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী নিয়ামত উল্লাহ ভূঁইয়া এ নিয়োগ পেয়েছেন।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া কুমিল্লা বোর্ডে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় মানবিক বিভাগের মেধা তালিকায় যথাক্রমে ১৫ ও ১৭ স্থান অধিকার করেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তরসহ ইংরেজি সাহিত্য ও ব্রিটিশ হিস্টরির উপর গবেষণায় পিএইচ. ডি ডিগ্রী লাভ করেন।
অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করে নেয়ামত উল্যা ভূঁইয়া পরবর্তীতে বিসিএস (প্রশাসন) ক্যাডারে ১৯৮৪ ব্যাচ (৫ম ব্যাচ)-এ যোগদান করেন। তিনি মৌলভীবাজার জেলায় টিএনও এবং মাগুরা ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। মাগুরা জেলাকে শতভাগ স্যানিটেশনের আওতায় এনে UNICEF এর প্রশংসা পান এবং জাতীয় সম্মাননা পান। পররাষ্ট্র মন্ত্রণালয়্ ০৭ বছর চাকরিকালে তিনি বাংলাদেশ দূতাবাস, আম্মাান- প্রথম সচিব, কার্যালয় প্রধান এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় কনসাল, হ্যাড অব চ্যানচারি ও ভারপ্রাপ্ত কনসাল জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন। রাজউকের সচিব, পরিবেশ অধিদফতরের ঢাকা বিভাগের ডিরেক্টর, মেহেরপুর জেলা পরিষদের সিইও এবং বিআরটিসির পরিচালকের পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯১৫ সাল থেকে তিনি World Bank funded project-এ এবং বাংলাদেশস্থ বিশ্ব্যাংক কার্যালয়ে SICIAL SAFETY NET টিমে পরামর্শক হিসাবে কর্মরত ছিলেন।
ড. নেয়ামত ভূঁইয়ার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১৪টি। এ ছাড়া ‘সিগ্নিফাইং সাফারিং এন্ড দি সাবলাইম ইন ইংলিশ রোমান্টিক পয়েট্রি- ইসপেশ্যালি ইন দি পয়েট্রি অব জন কীটস’ শিরোনামে তার অপর একটি গবেষণাপত্র রয়েছে। বিভিন্ন দৈনিক ও সাময়িকী ও অনলাইন পোর্টালে তার দু’ শতাধিক নিবন্ধ ,কবিতা, ও গল্প প্রকাশিত হয়েছে।
নেয়ামত উল্যা ভূঁইয়া বিসিএস ‘৮৪ ফোরামের সভাপতি । তিনি বাংলা একাডেমি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ লিমেরিক সোসাইটি, বৃহত্তর কুমিল্লা সমিতি, ঊষসী সাহিত্য-সাংস্কৃতিক গোষ্ঠি, অফিসার্স ক্লাব ঢাকা,লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্য। তাছাড়া তিনি প্রায় দু’ শতাধিক গানের বাণির রচয়িতা। বাংলাদেশ বেতার ও বিটিভি’র নিবন্ধিত গীতিকার তিনি।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বরুড়া শহীদ স্মৃতি কলেজ, শেখ বোরহানুদ্দিন কলেজ, অতিশ দীপংকর ইউনিভার্সিটি এবং ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন।
নেয়ামত উল্যা ভূঁইয়া ১৯৫৮ সালে কুমিল্লা জেলার বরুড়া থানার জোড়পুকুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
সম্পাদকঃ শাহজাহান চৌধুরী
প্রধান সম্পাদক ও প্রকাশকঃ সাদিক হোসেন মামুন
কপি রাইটসঃ প্রতিসময় ডটকম