বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ৫ দিনের রিমান্ডে শাহপরান অবশেষে ধর্ষণের শিকার সেই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন মুরাদনগরের ধর্ষণকাণ্ড : রিমান্ড শেষে কারাগারে পর্নোগ্রাফি আইনের মামলার চার আসামি মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলা ডিবিতে জলাবদ্ধতা পিছু ছাড়ছে না লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার কুমিল্লায় নিত্যপণ্যের দাম হুহু করে বাড়ছে, অস্বস্তিতে সাধারণ মানুষ ঘুরেনা কুমিল্লা রেলস্টেশনের যাত্রী ছাউনির বৈদ্যুতিক পাখা  কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাতে দাঁড়িয়েছে প্রথমে রাজি, আড়াই ঘন্টা পর বাচ্চু মেম্বারের ‘না’ মুরাদনগরের ট্রিপল মার্ডার: ইউপি মেম্বার বাচ্চু জবানবন্দি দেননি, চেয়ারম্যান চারদিনেও অধরা মুরাদনগরে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে লাখ টাকা জরিমানা, কারখানা মালিককে সাত দিনের কারাদন্ড মুরাদনগরের আলোচিত হত্যাকাণ্ড : ৩৮ জনের নামে মামলা, ২জন গ্রেফতার আমরা যেনতেন নির্বাচন চাই না : কুমিল্লার পথসভায় জামায়াতে ইসলামীর আমির মুরাদনগরের হত্যাকাণ্ড : মামলা না হলেও গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য গ্রাম কুমিল্লার মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফেসবুকে ভিডিও ছড়ানোর মাস্টারমাইন্ড শাহপরান গ্রেফতার বরুড়ায় দিঘীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু মুরাদনগরে পর্নোগ্রাফি আইনের মামলায় চার আসামির রিমান্ড মঞ্জুর, শাহপরাণকে খুঁজছে পুলিশ মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা নগরীর যেখানেই যানজট, সেখানেই মানবিক কুমিল্লা’র টিম মুরাদনগরে ধর্ষণ মামলার আসামি ফজর আলীর নানা অপকর্ম ও কুকীর্তি বেরিয়ে আসছে

কুমিল্লা বিমানবন্দর : উদ্যোগ নিলেই পুনরায় চালু করা সম্ভব

সাদিক মামুন
  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে

হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের জেলা কুমিল্লায় বিমানবন্দর চালু এখন সময়ের দাবী বলে মনে করছেন জেলার সর্বস্তরের মানুষ। কিন্তু কবে উড়বে উড়োজাহাজ ? এ প্রশ্ন ২৭ বছর ধরে ঘুরপাক খাচ্ছে বৃহত্তর কুমিল্লাবাসীর মনে। কারণ ২৭বছর আগে তথা ১৯৯৬ সালে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন কুমিল্লার এ বিমানবন্দরেই শর্ট টেক অব ল্যান্ডিং বা স্টল বিমান সার্ভিস চালু করা হবে। বৃহত্তর কুমিল্লার মানুষ এখনো আশায় বুক বেঁধে আছেন মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাতেই ফের উড়োজাহাজ ওঠানামা করবে কুমিল্লা বিমানবন্দরে।

কুমিল্লায় বিমানবন্দর ১৯৪০ সালে নেউরা-ঢুলিপাড়া এলাকায় ৭৭ একর ভূমির উপর স্থাপন করা হয়েছিল। ১৯৫০ সাল থেকে শুরু করে অনুমান ১৯৭৭ সাল পর্যন্ত এই বিমানবন্দর হতে তেজগাঁও পুরাতন বিমান বন্দরে অভ্যন্তরীণ উড়োজাহাজ চলাচল করতো। পরবর্তীতে ঢাকায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন এবং ১৯৮০ সালে এটির কার্যক্রম শুরু হলে কুমিল্লা বিমানবন্দরের কার্যক্রম অজ্ঞাত কারণেই বন্ধ হয়ে পড়ে। এভাবে দীর্ঘ ৪৫ বছর উড়োজাহাজ ওঠা নামা না করলেও জায়গাটির পরিচিতি এখনো কুমিল্লা বিমানবন্দর নামেই রয়েছে। এটি বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশন এরিয়ার মধ্যে পড়েছে।

কুমিল্লা বিমানবন্দর সুত্রে জানা যায়, এখানে উড়োজাহাজ ওঠানামার সব সুযোগ সুবিধাই রয়েছে। সেই হিসেবে এটিকে সচল বলা যায়। কেননা এখানে সর্বাধুনিক বিমান পথনির্দেশক (ডিভিওআর) এবং বিমানের দূরত্বমাপক ডিএমই সিগন্যাল ও কন্ট্রোল টাওয়ার রয়েছে। এখান থেকে বর্তমানে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩০/৩৫টি উড়োজাহাজ প্রতিদিন সিগন্যাল ব্যবহার করছে। এ থেকে প্রতি মাসে দুই থেকে প্রায় আড়াই কোটি টাকার রাজস্ব আয় হচ্ছে সরকারের। বেশি চলাচল করে ভারতে অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজ।আগরতলা বিমানবন্দরে যাওয়া উড়োজাহাজ এই রুটে চলে। এছাড়া রয়েছে ব্যাংকক, সিঙ্গাপুরের উড়োজাহাজ।

 

এবিষয়ে কুমিল্লা বিমানবন্দরের ব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম বলেন, এ বিমানবন্দরটি সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। বর্তমানে ৩০/৩৫টি উড়োজাহাজ ডিভিওআর ও ডিএমই সিগন্যাল ব্যবহার করে। উড়োজাহাজ ওঠানামা না করলেও এটা থেকে ভালো রাজস্ব আয় হচ্ছে। রানওয়ে কার্পেটিং, ফায়ার ব্রিগ্রেড, এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করার জন্য টাওয়ারে বিএইচএফ সেট করার প্রয়োজন হবে। এগুলো হলেই বিমানবন্দরটি থেকে অভ্যন্তরীণ রুটে চলাচলে আর বাধা থাকবে না। এ বিষয়ে আমরা ঊর্ধ্বতন মহলে কথা বলেছি।

সুশাসনের জন্য নাগরিক-সুজন কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খান বলেন, আমার জানামতে এ বিমানবন্দরে বর্তমানে ২৫জন কর্মকর্তা, কর্মচারি রয়েছেন। ৬ হাজার ফুট রানওয়ে রয়েছে। বিপুল পরিমাণ জমি রয়েছে। কেবল রানওয়ে সংস্কার, ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জন্য জনবল নিয়োগ দিয়ে উদ্যোগ নিলেই কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা সম্ভব বলে মনে করছি। কুমিল্লা বিমানবন্দর চালু হলে কুমিল্লা ও নিকটবর্তী জেলা চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লহ্ম্রীপুর, ফেনির বিপুল সংখ্যক প্রবাসীদের যাতায়াত সুবিধা সৃষ্টি হবে এবং এখানে ইপিজেড থাকায় সহজ হবে কুমিল্লার সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ। এর ফলে অর্থনীতির চাকা আরও বেগবান এবং এখানকার পর্যটন শিল্পসহ সার্বিক ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

Last Updated on May 9, 2023 3:39 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102
error: Content is protected !!